নিউজ ডেস্কঃ ময়মনসিংহের তারাকান্দার হালুয়াঘাট রোড এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার কাকনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।জানা গেছে, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহন বিপরীত দিক থেকে আসা ফুলপুরগামী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ ৫ জন নিহত হয়।এ বিষয়ে তারাকান্দা থানার ওসি মাজারুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী।