নিউজ ডেস্কঃ ময়মনসিংহের মুক্তাগাছায় কঙ্কালসহ সজীব (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার দুপুরে উপজেলার মদনপুর গ্রাম থেকে হাতে নাতে তাকে আটক করা হয়। এপিবিএন/র এএসপি রওশন মোস্তফা জানান,ওই যুবক দীর্ঘদিন যাবৎ কবর থেকে কঙ্কাল চুরি করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কঙ্কালসহ হাতে নাতে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।