News71.com
 Bangladesh
 28 May 18, 10:45 AM
 1731           
 0
 28 May 18, 10:45 AM

৫০ লাখ ৭০ হাজার টাকার হেরোইনসহ এক নারী গ্রেফতার।।

৫০ লাখ ৭০ হাজার টাকার হেরোইনসহ এক নারী গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ নেত্রকোণায় হেরোইনসহ একাধিক মামলার আসামি মোসা. ইয়াসমিনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৫০৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গতকাল রবিবার গভীর রাতে শহরের পূর্ব মঈনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক বিক্রেতা ইয়াসমিন মঈনপুর এলাকার বাসিন্দা একাধিক মামলার আরেক আসামি ও মাদক বিক্রেতা মেহেদী হাসানের স্ত্রী। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন খান জানান,নেত্রকোণার চিহ্নিত মাদক বিক্রেতাদের মধ্যে মেহেদী ও ইয়াসমিন দম্পতি অন্যতম। মাদক বিক্রেতা ইয়াসমিনকে পুনরায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন