News71.com
 Bangladesh
 01 Jun 18, 05:40 AM
 1970           
 0
 01 Jun 18, 05:40 AM

গৌরীপুরে বিএনপির মতবিনিময় সভায় ২ গ্রুপের সংঘর্ষ।।

গৌরীপুরে বিএনপির মতবিনিময় সভায় ২ গ্রুপের সংঘর্ষ।।

নিউজ ডেস্কঃ গৌরীপুরে গতকাল বৃহস্পতিবার (৩১ মে) রাত ৯টার দিকে বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন মামলা হয়নি। জানা যায়,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন গ্রুপ ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি ফারুক আহাম্মেদ জানান,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আগামী রবিবার (৩জুন) উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণসভা,ইফতার ও দোয়া মাহফিলের জন্য গতকাল বৃহস্পতিবার রাতে ধানমহালে প্রস্তুতি মতবিনিময় সভা চলছিল।

এ সময় ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ,সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহজাহান আকন্দ সুমন,সন্ত্রাসী মারফত আলী,সেলিম মিয়া,হোসেনের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আকবর আনিছ গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেছেন,কারা হামলা করেছে বা কেন করেছে এ সম্পর্কে আমি কিছুই জানি না। গৌরীপুর ওসি দেলোয়ার আহম্মদ বলেছেন,হামলা-ভাংচুরের ঘটনা শোনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন