News71.com
 Bangladesh
 05 Jun 18, 07:45 AM
 1792           
 0
 05 Jun 18, 07:45 AM

ময়মনসিংহে প্রতিপক্ষের গুলিতে ২ মাদক ব্যবসায়ি নিহত

ময়মনসিংহে প্রতিপক্ষের গুলিতে ২ মাদক ব্যবসায়ি নিহত

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী রেলওয়ে ব্রিজের নিচ থেকে দুই মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, নিজেদের কোন্দলে প্রতিপক্ষের গুলিতে মাদক ব্যবসায়ী দুইজন মারা গেছেন। নিহতরা হলেন- মুন্না মিয়া (৩৫) ও ইদ্রিস আলী (৪৫)। নিহত মুন্না মিয়ার বিরুদ্ধে মাদক আইনে ১২টি ও ইদ্রিস আলীর বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,স্থানীয়রা তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন