News71.com
 Bangladesh
 10 Jun 18, 07:43 AM
 1783           
 0
 10 Jun 18, 07:43 AM

জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ।। সিএনজিচালক নিহত

জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ।। সিএনজিচালক নিহত

নিউজ ডেস্কঃ জামালপুর শহরের নতুন বাইপাস সড়কে সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে সুজন মিয়া (২৮) নামের একজন সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন মিয়ার বাড়ি জেলার মেলান্দহ উপজেলার শিহাটা গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রী সিমেন্টবোঝাই একটি ট্রাক গতকাল শনিবার রাতে প্রকল্প এলাকায় ঢুকছিল। রাত ১০টার দিকে মেলান্দহ থেকে আসা দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারায়। এ সময় সিএনজিটি ওই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে সিএনজির সামনের অংশ ভেঙে চালক সুজন মিয়া গুরুতর আহত হন। এ সময় সিনএনজিতে অন্যকোনো যাত্রী ছিল না।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। রাতেই শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অবকাঠামো নির্মাণ কাজের ঠিকাদারদের মধ্যস্থতায় উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নিহত সুজন মিয়ার লাশ ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে তার লাশ সরিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন