নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় কমপক্ষে ২২ জন আহত হন।আজ শুক্রবার বিকেল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে একজন পুরুষ একজন নারী রয়েছেন। ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহের দিকে আসছিল। সাইনবোর্ড এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে খুটির সাথে ধাক্কা লাগে। এতে বাসে থাকা দু’যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মরদেহ থানায় রয়েছে।