News71.com
 Bangladesh
 03 Jul 18, 05:22 AM
 1660           
 0
 03 Jul 18, 05:22 AM

ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদকব্যবসায়ী নিহত

ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদকব্যবসায়ী নিহত

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাচ্চু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।আজ রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ চৈতলামারি নামক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।গোয়েন্দা পুলিশের দাবি, নিহত বাচ্চু ওরফে ভেবেল বাচ্চু একজন শীর্ষ মাদক বিক্রেতা।তার নামে থানায় ১৫টিরও বেশি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং বন্ধুকযুদ্ধে জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল সেলিম ও রাশেদ আহত হয়েছেন। তাদেরকে পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি করা হয় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের ভাষ্যমতে, বেশ কয়েকজন মাদক বিক্রেতা ওই এলাকায় মাদক ভাগাভাগি করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে আসামিরা পালিয়ে যায়।পরে এলাকা তল্লাশিকালে মাদক বিক্রেতা বাচ্চু ওরফে ভেবেল বাচ্চুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন