নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে আব্দুল মতিন (৭০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে বাড়ির পাশে মাছের খামার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল মতিন একজন মুক্তিযোদ্ধা ও উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, মতিন মাস্টার গতকাল মঙ্গলবার রাতে বাড়ির পাশে মাছের খামার পাহারা দেয়ার জন্য বাড়ি থেকে বের হন।আজ বুধবার সকালে স্থানীয়রা তার গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।