News71.com
 Bangladesh
 08 Jul 18, 05:25 PM
 1783           
 0
 08 Jul 18, 05:25 PM

ট্রেন লাইনচ্যুত হয়ে জামালপুর-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ।।

ট্রেন লাইনচ্যুত হয়ে জামালপুর-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ।।

 নিউজ ডেস্কঃ ময়মনসিংহ শহরের আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ রেলগেইটে মোটরসাইকেল ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।এতে ময়মনসিংহ থেকে জামালপুরের রেল চলাচল বন্ধ রয়েছে। আজ রাত পৌনে নয়টার দিকে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দেওয়ানগঞ্জ লোকাল ট্রেনটি শহরের আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ রেলগেইটে আসলে সেখান দিয়ে পার হতে যাওয়া একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে হেচড়ে নিয়ে যায়।এর আগেই মোটরসাইকেলের চালক ট্রেন লাইনের উপর মোটর সাইকেল রেখে দ্রুত সরে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং ইঞ্জিন লাইনচ্যুত হয়। ট্রেনের লোকজন এবং স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান শুরু হয়নি। ময়মনসিংহ রেলওয়ের সুপারেন্টেন্ড জহুরুল হক জানান, রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে।ঢাকা থেকে ছেড়ে আসা একটি কমিউটার ও দুইটি আন্তঃনগর ট্রেন আটকা পড়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরো সময় লাগবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন