নিউজ ডেস্কঃ ময়মনসিংহের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. শাহ আবিদ হোসেন বিপিএম। আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায়ী পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম দায়িত্ব হস্তান্তর করেন এবং নতুন পুলিশ সুপার ময়মনসিংহ জেলা পুলিশের দায়িত্ব বুঝে নেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মো. মিয়াজী, জয়িতা শিল্পীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ময়মনসিংহে যোগদানের পূর্বে তিনি প্রায় তিন বছর কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।