নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।