নিউজ ডেস্কঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জানা গেছে,গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বালিখাঁ ইউনিয়নে পূর্বপাগলী আতকাপাড়া গ্রামে ডা. ফকরুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ, পাশের বাড়ির চিহ্নিত একটি দল পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে পেট্রোল ছিটিয়ে ওই বাড়িতে রাতের আঁধারে আগুন জ্বালিয়ে দেয়। এতে ৭টি ঘরের মালামাল ও ধান ভাঙ্গানোর মেশিন ভস্মীভূত হয়। আগুনে ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম জানান, শত্রুরা কেবল আগুন দিয়েই ক্ষান্ত হয়নি।
এ সময় দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে মারপিট ও লুটপাট করে। মারধরে আব্দুর রাজ্জাক ৪৪,তার স্ত্রী আজিদা বেগম ৩২ এবং বৃদ্ধ ফাজিলা খাতুন ৬০ গুরুতর আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লুটপাট করে নিয়ে গেছে,নগদ টাকা,১৪টি গরু ছাগল,তিনটি ফ্রিজসহ বাড়ির অন্য মালামাল। বালিখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম দুধু ঘটনাস্থল পরিদর্শন করে ইত্তেফাককে বলেন,দাহ্য পদার্থ দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। দাহ্য পদার্থের খালিপাত্র তিনি পড়ে থাকতে দেখেছেন। তারাকান্দা থানার প্রধান কর্মকর্তা ওসি মাহাবুবুল হক অভিযুক্ত দুইজনকে আটকের কথা জানিয়েছেন। তারা হলেন শাহাজাহান ৪৪ ও জিয়া রহমান ৩৫।