নিউজ ডেস্কঃ ময়মনসিংহে প্রতিষ্ঠিত কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের (সিবিএমসিবি) এক মায়ের গর্ভে জন্ম হয়েছে চার (ছেলে) নবজাতকের। গতকাল রবিবার রাতে সদর উপজেলার চুরখাই এলাকায় প্রতিষ্ঠিত এই হাসপাতালটিতে সিজারিয়ানের মাধ্যমে ফুটফুটে এই চার নবজাতকরা ভূমিষ্ঠ হয়। মা ও তিন নবজাতক সুস্থ থাকলেও শ্বাসকষ্ট রয়েছে আরেকটি নবজাতকের। ৭২ ঘণ্টা অতিবাহিত না হলে তারা ঝুঁকিমুক্ত কি-না এটি নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকরা। হাসপাতালটির সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঝাটিয়া ইউনিয়নের তেলিহাতি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী লিপি আক্তার এদিন সকালে হাসপাতালে ভর্তি হন। পরে বিকেলে অস্ত্রোপাচারের মাধ্যমে তিনি চারটি ছেলে নবজাতক প্রসব করেন।