News71.com
 Bangladesh
 31 Jan 19, 06:31 AM
 1494           
 0
 31 Jan 19, 06:31 AM

ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে একই পরিবারের তিন সদস্য নিহত।।  

ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে একই পরিবারের তিন সদস্য নিহত।।   

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ সদর উপজেলার আলালপুরে প্রাইভেটকার উল্টে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হামিম মেম্বার (৬০), তার স্ত্রী সাহেরা বেগম (৫৫), তার ছেলে শাফিকুর ইসলাম (৪০)।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার বলেন, গাইবান্ধা থেকে নিহত পরিবারের সদস্যরা ময়মনসিংহ-শেরপুর সড়ক হয়ে ঢাকা যাচ্ছিলো চিকিৎসার জন্য। রাস্তায় তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই দম্পতি ও তাদের ছেলে নিহত হয়। এ ঘটনায় তাদের আরও দুই ছেলে-মেয়ে ও প্রাইভেটকারচালক আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন