নিউজ ডেস্কঃ হাওরের বাঁধ ও জমি নিয়ে বিরোধের জেরে নেত্রকোনার মদনে দুইপক্ষের সৃষ্ট সংঘর্ষে বিবেক মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় নারীসহ আরো অন্তত কমপেক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের কান্দার হাওরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলমশ্রী গ্রামের সাবেক ইউপি সদস্য বেবুল মেম্বার ও কামরুল গংদের সাথে জমি সংক্রান্ত এবং হাওরের বাঁধ নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে দীর্ঘদিন ধরেই উভয় পরিবারে একাধিক মামলা চলমান। বিরোধের ধারাবহিকতা বজায় রেখে আজ বৃহস্পতিবার দুপুরে বেবুল গ্রুপের লোকজন কান্দার হাওরে কাজ করতে গেলে কামরুল গ্রুপের লোকজন হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেবুল পক্ষের বিবেক মিয়া নিহত হন। এসময় এক নারীসহ আরো অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত মানিক, জমশেদ ও ইকবালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে মদন থানার পুলিশ ঘটনাস্থল থেকে কামরুল গ্রুপের জাহাঙ্গীর (৪০) নামের একজনকে আটক করে। এ ব্যাপারে মদন থানার ওসি মো. রমিজুল হক সংঘর্ষের বিষিয়টি নিশ্চিত করে বলেন, এক জনকে আটক করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মামলার প্রস্তুতি চলছে।