News71.com
 Bangladesh
 04 May 19, 03:46 PM
 1306           
 0
 04 May 19, 03:46 PM

আগামীকাল উত্তাপহীন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন॥

আগামীকাল উত্তাপহীন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন॥

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন আগামিকাল রোববার অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে।মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ গত ১৭ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার করে নিলে ইকরামুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। আর মেয়র পদে বিনা প্রতিগন্ধিতায় নির্বাচিত হওয়ায় এই ভোটে তেমন কোন উত্তাপ নেই । রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ১২৭টি ভোট কেন্দ্রের প্রত্যেকটিতে ইলেক্ট্রনিকং ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন করা হবে। ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ৩৩টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট প্রার্থী ২৪২জন। সংরক্ষিত ১১টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে মোট ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৯৩৮জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন