News71.com
 Bangladesh
 14 May 19, 07:28 AM
 1182           
 0
 14 May 19, 07:28 AM

ময়মনসিংহে যুবলীগ নেতা খুন

ময়মনসিংহে যুবলীগ নেতা খুন

 

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে ছুরিকাঘাতে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম রাসেল ওরফে পিলপিল রাসেল (৩৫) খুন হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের পাশে এ ঘটনা ঘটে।নিহত রাসেল ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিও ছিলেন।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আল-আমিন জানান, রাত সাড়ে ৩টার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের পাশ থেকে রাসেলের মৃতদেহ উদ্ধার করা হয়। তার পিঠে ছুরিকাঘাতের দুটি চিহ্ন পাওয়া গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এএসপি আরো জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন