নিউজ ডেস্কঃ নেত্রকোনায় মাছের টাকা পাওয়াকে কেন্দ্র করে এলাকায় মাইকিং করে বাজারে দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে একদল গ্রামবাসী। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দুই থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। আজ শনিবার দুপুরে দুর্গাপুর উপজেলার ডেউডুকুন বাজারে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ২৫টির বেশি দোকানপাটে ভাঙচুর করে টাকা পয়সা ও মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান,গতকাল শুক্রবার বিকেলে বাজারের ব্যবসায়ী মনজুরুলের সাথে সদর উপজেলার কে গাতী গ্রামের মাছ ব্যবসায়ী কমল মিয়ার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মাছ ব্যাবসায়ীদের পক্ষে সদরের কে গাতী ইউপি মেম্বার মানিক মিয়ার নেতৃত্বে গ্রামে মাইকিং করে বাজারে হামলা চালানো হয়। এ সময় শাহিন, সাফায়েত চারজন আহত হলে তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে নেত্রকোনা সদর ও দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দূর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করলেই অপরাধী যেই হোক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।