নিউজ ডেস্কঃ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে খালের পানিতে পড়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে । আজ বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। শিশু দুটি চাঁনপুর গ্রামের আলম মিয়ার ছেলে তামিম (৫) ও শামিম (৪)। নিহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, চাঁনপুর গ্রামের দিনমজুর আলম মিয়ার দুই ছেলে তামিম ও শামিম অন্যান্য শিশুদের নিয়ে আজ বৃহস্পতিবার বিকালে বাড়ির সামনে খালের পাড়ে খেলা করছিল। এ সময় ছোট ভাই শামিম হঠাৎ খালের পানিতে পড়ে গেলে বড় ভাই তামিম তাকে বাচাঁতে গিয়ে দুই ভাই খালের পানিতে ডুবে যায়।
তখন খালের পাড়ে থাকা অন্যান্য শিশুরা দৌঁড়ে বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে বললে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা তল্লাশি চালিয়ে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে। এ মর্মান্তিক ঘটনায় মৃত শিশুদের মা-বাবাসহ স্বজনের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গাগলাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।