নিউজ ডেস্কঃ ট্রেনে কাটা পড়ে জেলা যুবলীগের সদস্য কল্যাণ টিটুর (২৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।দুপুরে ময়নাতদন্তের জন্য যুবলীগ নেতা টিটুর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।
রেলওয়ে পুলিশের ওসি মোশাররফ হোসেন জাানান, আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ রেলস্টেশনের কাছে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে রেলওয়ে থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে জানা যায় মরদেহটি জেলা যুবলীগের সদস্য টিটুর। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়।