News71.com
 Bangladesh
 23 Jun 19, 10:38 AM
 1246           
 0
 23 Jun 19, 10:38 AM

নেত্রকোনায় ইউনিয়ন ভিত্তিক ধান ক্রয় কেন্দ্র চালুর দাবিতে সমাবেশ ।।

নেত্রকোনায় ইউনিয়ন ভিত্তিক ধান ক্রয় কেন্দ্র চালুর দাবিতে সমাবেশ ।।

নিউজ ডেস্কঃ নেত্রকোনায় ধানের লাভজনক মূল্য ও ইউনিয়ন ভিত্তিক ক্রয় কেন্দ্র চালুর দাবিতে সিপিবি'র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে মদন উপজেলার সেন্টার মোড়ে কমিউনিস্ট পার্টির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ধানের লাভজনক মূল্যসহ, খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয়, খাদ্য বিভাগের দুর্নীতি বন্ধ ও ইউনিয়ন ভিত্তিক ক্রয় কেন্দ্র চালুর দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য জলি তালুকদার।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মদন-মোহনগঞ্জ খালিয়াজুড়ি(নেত্রকোনা-৩) আসনে কাস্তে মার্কার প্রার্থী ছিলেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য প্রদান করেন ,সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সহ সম্পাদক হাবিবুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কৃষ্ণ বিশ্বশর্মা, যুব ইউনিয়ন জেলা কমিটির সহ-সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।সমাবেশে সভাপতিত্ব করেন মদন উপজেলা কৃষক সমিতির আহ্বায়ক আবু হান্নান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন