নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পূর্ব-শত্রুতার জেরে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ হয়। নিহতরা হলেন- আবুল হাসান (৫৫), তার ছেলে জহিরুল ইসলাম (২৫) এবং ভাতিজা আজিবুল ইসলাম (২৬)।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি. তদন্ত) জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।