নিউজ ডেস্কঃ নেত্রকোনা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবুল ফকির (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বাবুল ফকির পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও গ্রামের বাসিন্দা। তিনি বাংলা এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাংলা স্টেশনের কাছে বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।