News71.com
 Bangladesh
 01 Sep 19, 07:06 PM
 1021           
 0
 01 Sep 19, 07:06 PM

নেত্রকোনা যুবলীগের সম্মেলন ঘিরে সাবেক ছাত্রলীগনেতা অরুণের শোডাউন॥

নেত্রকোনা যুবলীগের সম্মেলন ঘিরে সাবেক ছাত্রলীগনেতা অরুণের শোডাউন॥

নিউজ ডেস্কঃ নেত্রকোনা জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ শে সেপ্টেম্বর। সম্মেলনকে ঘিরে এরই মধ্যে চাঙ্গা হয়ে ওঠেছেন যুবলীগের নেতাকর্মীরা। সম্প্রতি নিজের কর্মী সমর্থকদের নিয়ে জেলা শহরে শোডাউন করেছেন সাবেক ছাত্রলীগ নেতা আ ক ম আজহারুল ইসলাম অরুণ। স্থানীয় সূত্র জানায়, এবারের সম্মেলনকে ঘিরে জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। কারণ দীর্ঘদিন পর তারা তাদের পছন্দের নেতা নির্বাচন করতে পারবেন। মূলত সভাপতি পদ নিয়েই সবার মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। তৃণমূলের কর্মীরা জানান, এবার অন্যান্য প্রার্থীদের ভিড়ে এগিয়ে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আ ক ম আজহারুল ইসলাম অরুণ। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জেলার সব শ্রেণি-পেশার মানুষের কাছে একটা জায়গা করে নিয়েছেন তিনি। আজহারুল ইসলাম অরুণ বলেন, আমাকে যদি কাউন্সিলররা যদি সুযোগ দেন, তাহলে আমার সর্বস্ব দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করবো। তাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর সোনার বাংলা বিনির্মাণে নিজেকে উৎসর্গ করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন