News71.com
 Bangladesh
 10 Sep 19, 12:33 PM
 1111           
 0
 10 Sep 19, 12:33 PM

বকশীগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত ।।

বকশীগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত ।।

নিউজ ডেস্কঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার বগারচর ইউনিয়নের রামরামপুর এলাকার আব্দুল আওয়ালের ছেলে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হজরত আলী জানান, সকালে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়ক পার হচ্ছিলেন শফিকুল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন