নিউজ ডেস্কঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার বগারচর ইউনিয়নের রামরামপুর এলাকার আব্দুল আওয়ালের ছেলে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হজরত আলী জানান, সকালে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়ক পার হচ্ছিলেন শফিকুল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে গেছেন।