নিউজ ডেস্কঃ ময়মনসিংহে অভিযান চালিয়ে পাউরুটির প্যাকেট থেকে এক হাজার ৫২০ পিস ইয়াবাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ও মঙ্গলবার সকালে পৃথক অভিযান ময়মনসিংহ নগররের চরপাড়া এলাকা ও দিঘারকান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকবিক্রেতা সোহেল আহাম্মদ (৩৫), আলা বাকারা জামান ওরফে হৃদয় (২৮) ও মাজেদুল ইসলাম মৌচানকে (২৭) আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, অভিযান চালিয়ে তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাউরুটির প্যাকেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা এক হাজার ৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি শাহ কামাল।