News71.com
 Bangladesh
 22 Sep 19, 06:59 PM
 1032           
 0
 22 Sep 19, 06:59 PM

ইসলামপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু ॥

ইসলামপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু ॥

নিউজ ডেস্কঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (২২ সেপ্টম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ইসলামপুরের চরগোয়ালিনী ইউনিয়নের পূর্বকান্দারচর গ্রামের সাইদুর রহমানের মেয়ে সুয়াইয়া (৫) ও বকশীগঞ্জের পাগলাপাড়া গ্রামের আল আমিনের মেয়ে আঁখি আক্তার (৪)। স্থানীয়রা জানায়, দুই দিন আগে আঁখি ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্বকান্দারচর গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে মামাতো ফুফাতো এ দুই বোন বাড়ির পাশে ডোবার তীরে খেলা করছিল। একপর্যায়ে ডোবার পানিতে পড়ে যায় তারা। স্থানীয়রা সকাল ১১টার দিকে দুই বোনের মরদেহ ডোবায় ভাসতে দেখে উদ্ধার করে। ইসলামপুরের ডিগ্রিরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. দেলুয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন