নিউজ ডেস্কঃ শেরপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩ জন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-শেরপুর মহাসড়কের চিথলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শেরপুর থেকে ৬ জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা নকলা যাচ্ছিল। পথে চিথলীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এফ জেড পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার কোরে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করলে অটোরিকশাচালক নিহত হন। পরে বাকি ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় আরো দু’জন মারা যান। এ ঘটনায় ঘাতক বাস চালককে আটক করতে পারেনি পুলিশ।