News71.com
 Bangladesh
 23 Sep 19, 01:57 PM
 981           
 0
 23 Sep 19, 01:57 PM

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ।।

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ।।

নিউজ ডেস্কঃ জামালপুরের মেলান্দহ উপজেলার তেঘরিয়া বালুআটা এলাকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন (৬৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে মালঞ্চ-হাজরাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। গিয়াস উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ী গ্রামের বাসিন্দা। ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, বিকেলে তেঘরিয়া বালুআটা এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রাক্টরের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি মোটরসাইকেলে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গিয়াস ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জনি (২৮) ও অপর আরেকটি মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হন। তবে তাদের নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন