নিউজ ডেস্কঃ শেরপুরের নকলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।রোববার (২২ সেপ্টেম্বর) রাতে ঢাকা-শেরপুর মহাসড়কের উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার খুনুয়া এলাকার অটোরিকশার চালক বিল্লাল হোসেন (৪০), অটোরিকশার যাত্রী হাতিমারা এলাকার হাবিবুর রহমান (৫৫) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা গেছেন। আহতরা হলেন- অটোরিকশার যাত্রী জামালপুরের কাজিয়ারচর এলাকার মেহেদী হাসান (২২), নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর এলাকার দুদু মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৮), হানিফ উদ্দিনের মেয়ে হালিমা বেগম (৩৫)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে। যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী বাস রোববার রাতে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার গনপদ্দী ইউনয়নের চিথলিয়া এলাকায় পৌঁছালে নকলাগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।