News71.com
 Bangladesh
 24 Sep 19, 12:16 PM
 968           
 0
 24 Sep 19, 12:16 PM

নেত্রকোনায় অনাহারি এক বৃদ্ধ পিতার মুখে হাসি ফুটালেন ইউএনও॥

নেত্রকোনায় অনাহারি এক বৃদ্ধ পিতার মুখে হাসি ফুটালেন ইউএনও॥

নিউজ ডেস্কঃ বয়সের ভারে ন্যুব্জ শালি নেওয়াজ নামের এক বৃদ্ধ । নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাধুহাটি গ্রামের বাসিন্দা তিনি। শতবর্ষী এ বৃদ্ধের পরিবারে কর্মজীবী দুই ছেলে ও তাদের বউসহ নাতি-নাতনি রয়েছে। এরপরও অনাহারে দিন কাটাতে হচ্ছে অসহায় এ বৃদ্ধকে। পরিবার থেকে খাবার না পেয়ে তিনদিন ধরেই না খেয়ে রয়েছেন তিনি। ক্ষুধায় আরও নিস্তেজ হয়ে পড়েন বৃদ্ধ শালি নেওয়াজ। পিতার প্রতি সন্তানদের এমন নির্মমতার সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বারহাট্টা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন অনাহারী শালি নেওয়াজের কাছে যান। বৃদ্ধের মুখে নিজ হাতে খাবার তুলে দেন। বৃদ্ধ শালি নেওয়াজকে অচিরেই একটি বয়স্কভাতা কার্ড করে দেওয়া হবে বলেও জানান ইউএনও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন