নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদরাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে কাউসার মিয়া (২৩) নামে এক যুবকে আটক করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্তের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এর আগেই অভিযুক্ত কাউসারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাউসার নান্দাইলের চরশ্রীরামপুর গ্রামের হাতেম আলীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, নির্যাতিতা ওই মেয়েটির বাড়ি ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের ভাটিরচর নওপাড়া গ্রামে। সে স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। গত ৯ সেপ্টেম্বর মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইলে নিজ বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণ করেন কাউসার। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে শনিবার (২৮ সেপ্টেম্বর) পুলিশ অভিযান চালিয়ে নান্দাইল থেকে তাকে উদ্ধার করে। পাশাপাশি কাউসারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ কবীর হোসেন জানান, নির্যাতিতা মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা ও আদালতে তার জবানবন্দীর জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।