নিউজ ডেস্কঃ নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি সমর্থিত সবুজ মিয়াকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কান্দিউরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডবাসীর ব্যানারে সোমবার বিকালে কেন্দুয়া পৌর এলাকার স্থানীয় একটি পত্রিকার কাযার্লয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মতি মিয়ার সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, কান্দিউড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান শেখ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে বিষ্ণুপুর গ্রামের সবুজ মিয়াকে। যিনি ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।তার পরিবারের লোকজন এখনো বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। সংবাদ সম্মেলনে তার নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগ পরিচালিত হোক তা তারা চান না বলে উল্লেখ করে তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদানের দাবি রাখেন উপজেলা আওয়ামী লীগের নিকট। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল হাই, আব্দুল হান্নান, আব্দুল লতিফসহ অন্যান্যরা।