নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সাদ্দাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে উপজেলার মল্লিকবাড়ী ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত সাদ্দাম গফরগাঁও উপজেলার শিবগঞ্জ এলাকার ফজলুল হকের ছেলে। তার নামে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভালুকা মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, ভালুকার মল্লিকবাড়ী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে রাত দেড়টার দিকে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সাদ্দামের সহযোগীরা পালিয়ে যায়। এ সময় দেশিয় অস্ত্রশস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামকে আটক করে পুলিশ। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাদ্দামের নামে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।