নিউজ ডেস্কঃ ময়মনসিংহে অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৭০টি নেশা জাতীয় ইনজেকশন, ৭৫ পিস ইয়াবা ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে রোববার (৬ অক্টোবর) দিনগত মধ্যরাতে নগরের নওমহল নন্দীবাড়ী এলাকা থেকে ১৭০টি নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী পিয়ানুর রহমান পলাশ (২১), অপু মিয়াকে (২০) গ্রেফতার করা হয়। এছাড়াও সদরের চুরখাই থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম খাঁন (৩৮) এবং হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইনসহ শাহজালাল (২৮) ও বকুল মিয়া (৩২) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর সোমবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ডিবির ওসি।