নিউজ ডেস্কঃ ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে ১৭০টি নেশাজাতীয় ইনজেকশন, ৭৫ পিস ইয়াবা ও ১৫ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হল পিয়ানুর রহমান পলাশ (২১), অপু মিয়া (২০), জাহাঙ্গীর আলম খাঁন (৩৮), শাহজালাল (২৮) ও বকুল মিয়া (৩২)। সোমবার সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মাদকবিরোধী অভিযান চালিয়ে রবিবার দিনগত মধ্যরাতে নগরের নওমহল নন্দীবাড়ী, সদরের চারখাই ও হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে ওই পাঁচ মাদকবিক্রেতাকে আটক করা হয়।