নিউজ ডেস্কঃ ময়মনসিংহে কলেজছাত্র শাওন ভট্টাচার্য হত্যার ঘটনায় মুন্না (২০) ও সাজ্জাদ (২১) নামে প্রধান দুই আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) রাতে গাজীপুরের টঙ্গী থেকে তাদের আটক করা হয়।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বলেন, কলেজছাত্র শাওন হত্যাকাণ্ডের পরপরই আসামিদের আটক করতে পুলিশ সুপারের নির্দেশে অভিযান শুরু হয়। ময়মনসিংহ শহর থেকে ফারদিন নামে একজনকে আটকের পর গাজীপুরের টঙ্গী থেকে আরও দুইজনকে আটক করা হয়।মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ময়মনসিংহ নগরের গোলপুকুরপাড়ে ছুরিকাঘাতে খুন হন ময়মনসিংহ কমার্স কলেজের ছাত্র শাওন।