News71.com
 Bangladesh
 12 Oct 19, 08:36 PM
 1052           
 0
 12 Oct 19, 08:36 PM

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ॥  

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ॥   

নিউজ ডেস্কঃ ভারতের সঙ্গে চুক্তি বাতিল ও বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। শনিবার দুপুরে ময়মনসিংহে নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।


আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেজ আলী মামুনসহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাহবুব হোসেন বলেন, আওয়ামী লীগের সোনার ছেলেরা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে টর্চার সেলে পরিণত করেছে বলেই টর্চারের শিকার হয়ে মারা গেছে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফরহাদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন