নিউজ ডেস্কঃ নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের হামলায় উপজেলা নবীন লীগ সভাপতি গ্যারেজ মালিক কাউসার তালুকদার(২০) নিহত হয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা কাউসারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সন্দেহে দুর্গাপুর উপজেলার ইমাম হোসেন আবু চাঁন, পরশ ও জুলহাস উদ্দিন নামে তিনজনকে আটক করা হয়েছে। কাউসার উপজেলার বাকলজোড়া ইউনিয়ন গুজিরকোনা গ্রামের মৃত আলাল উদ্দিন তালুকদারের ছেলে। স্থানী সূত্রে জানা যায়, সোমবার রাতে দক্ষিণপাড়া মোড় এলাকায় প্রতিদিনের মতো নিজ গ্যারেজে বসেই কাজ করছিলেন কাউসার। এ সময় কয়েকজন মোটরসাইকেলে এসে মুখে গামছা পড়ে কাউসারকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপায়। কাউসারের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহে প্রেরণ করে।