নিউজ ডেস্কঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে স্যাংমাং প্রু নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কাউবাড়ি এলাকায় সামীন্ত পিলার ১১৭১-এর কাছে এ ঘটনা ঘটে। স্যাংমাং প্রু কাউবাড়ি গ্রামের ফ্রেমান্ট হাচ্ছার ছেলে। স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কাউবাড়ি এলাকার স্যাংমাং এর এক আত্মীয়ের একটি গরু ভারতীয় সীমান্তে চলে যায়। তিনি গরুটি আনতে ১১৭১ নম্বর সীমান্ত পিলার অতিক্রম করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিজিবির লেঙ্গুরা ক্যাম্পের সুবেদার আবুল কাশেম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে আলোচনা চলেছে।