নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবাসহ হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ (৩৮) ও তার সহযোগী ইরফান (৩৫) আটক করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) দুপুরে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে উপজেলার ভাষা সৈনিক শামসুল হক চত্বরের সামনে অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান জিহাদ ও তার সহযোগী ইরফানকেকে আটক করা হয়। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।