নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ফাতেমা নগর স্টেশনের কাছে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফাতেমা নগর স্টেশন মাস্টার তাজউদ্দিন খান জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে।