News71.com
 Bangladesh
 06 Nov 19, 08:29 PM
 1143           
 0
 06 Nov 19, 08:29 PM

অবৈধভাবে সম্পদ অর্জন॥ ময়মনসিংহের সাবেক ২ সরকারি কর্মকর্তা গ্রেফতার

অবৈধভাবে সম্পদ অর্জন॥ ময়মনসিংহের সাবেক ২ সরকারি কর্মকর্তা গ্রেফতার

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে অবসরপ্রাপ্ত সরকারি দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে ময়মনসিংহ বিভাগীয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার একজন পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল। তাকে নগরীর আকুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে নগরীর পুরোহিত পাড়া থেকে অবসরপ্রাপ্ত কর পরিদর্শক মোকসেদ আলীকে গ্রেফতার করে দুদক। ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ফারুক আহম্মেদ বলেন, ২০১৮ সালে গ্রেফতারদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। ওই মামলার তদন্ত শেষে তাদের গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন