News71.com
 Bangladesh
 13 Nov 19, 07:52 PM
 1122           
 0
 13 Nov 19, 07:52 PM

বকশীগঞ্জে শিক্ষার্থী বলৎকার ।। প্রধান শিক্ষক আটক

বকশীগঞ্জে শিক্ষার্থী বলৎকার ।। প্রধান শিক্ষক আটক

নিউজ ডেস্কঃ জামালপুরের বকশীগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে সাতানীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিমল হককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তাহেরুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষক প্রায়ই ওই শিক্ষার্থীকে আলাদাভাবে ডেকে নিয়ে বলৎকার করতেন। এরপর স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হয়। মঙ্গলবার বকশীগঞ্জে একটি কাজে জামালপুরের জেলা প্রশাসক উপস্থিত হলে স্থানীয় জনপ্রতিনিধি এ বিষয়টি তাকে অবহিত করেন।পরে জেলা প্রশাসকের নির্দেশমতে বিষয়টি অনুসন্ধান করে অভিযোগের সতত্য পাওয়া গেলে তাকে আটক করা হয়। এ ব্যাপারে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের ধারায় মামলা দায়ের করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন