নিউজ ডেস্কঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় শিশির খন্দকার (২৪) নামে এক বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ঈশ্বরগ্রাম মাঝিপাড়া এলাকায় একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। শিশির দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ওসি আলী মাহমুদ জানান, স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তা উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।