নিউজ ডেস্কঃ ময়মনসিংহে একটি মাছের ঘের থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল থেকে দু’দিন আগে চলে আসলেও নিজ বাড়িতে ফেরেননি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিহাবুল ইসলাম শিশির। এরপর অনেক খোঁজাখুঁজি করেন স্বজনরা। রোববার (১৭ নভেম্বর) দুপুরে মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম মাঝিপাড়া এলাকার একটি মাছের ঘেরে শিশিরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।