News71.com
 Bangladesh
 19 Dec 19, 07:22 PM
 1130           
 0
 19 Dec 19, 07:22 PM

তারাকান্দায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত ।।

তারাকান্দায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত ।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কের শসার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে । তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে উপজেলার শসার বাজার এলাকায় ময়মনসিংহগামী যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ আরও দুই যাত্রী মারা যায়। নিহতরা সবাই মধ্যবয়স্ক পুরুষ। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন