নিউজ ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইলে এক যুগ আগে ওষুধের দোকানি মাজহারুল ইসলাম পল্টন হত্যার ঘটনায় ১০ আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। ঢাকার এক নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ মামলার রায় ঘোষণা করেন। এসময় অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণ না হওয়ায় আসামিদের মধ্যে সাতজনকে বেকসুর খালাস দেন তিনি।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবুল কাশেম ওরফে বাচ্চু মেম্বার, একলাছ উদ্দিন ওরফে জুয়েল, কবির মিয়া, বাদল মিয়া, ফারুক মিয়া, আবুল কাশেম, রুমা আক্তার, আবুল কালাম আজাদ ওরফে পিনু ডাক্তার, চন্দন, শুক্কুর আলী ওরফে আশ্রাফ আলী। এদের মধ্যে ফারুক মিয়া ও রুমা আক্তার পলাতক।