নিউজ ডেস্কঃ নেত্রকোনার দুর্গাপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।নিহতরা হলেন, উপজেলার ইন্দ্রপুর গ্রামের নুরুল ইসলাম (৪৫), ভূলিগাও গ্রামের আ. কুদ্দুস (৩৮) ও বিশ্বনাথপুর গ্রামের সুলেমা খাতুন (৪০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে নেত্রকোনার দুর্গাপুরের পৌর শহরের উৎরাইল বাজারের দয়ালবাড়ি এলাকায় দূর্গাপুরগামী অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশায় পাঁচজন যাত্রীর মধ্যে সকলেই আহত হলে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান।দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করেন। চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।